আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। টুর্নামেন্টে শুরু হতে এখনও ৯ মাস বাকি থাকলেও এখনই বিশ্বকাপের উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে প্রথম ধাপে লটারিতে আবেদন করেছে ৪৫ লাখ মানুষ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ফিফা জানিয়েছে, ২০২৬ এর বিশ্বকাপের টিকিট কেনার জন্য প্রথম প্রি-সেল ড্রতে আবেদন করা এই ৪৫ লাখ মানুষের বেশিরভাগই আবেদন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। টুর্নামেন্টের অপর দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডাও টিকিট ড্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদনকারীর তালিকায় ছিল। তবে দেশভিত্তিক মোট আবেদন সংখ্যা প্রকাশ করেনি ফিফা। এই প্রি-সেল উইন্ডোতে আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবে তা ২৯ সেপ্টেম্বর থেকে জানানো হবে এবং ১ অক্টোবর থেকে নির্ধারিত সময়সীমার...