২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। দেশ যখন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে না তখন কিছু মহতী মানুষ তাদের নিজস্ব উদ্যোগে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। শনিবার সকালে সাভারে শহীদ মজনু একাডেমী মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লায়ন খোরশেদ আলম আরও বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় মানুষকে আশ্বস্ত না করি, আমরা যাতে কাজ করে দেখাই যে আমরা মুখে যা বলি কাজেও তাই করি। যার যার মত করে যদি চেষ্টা করি তবে মানুষের কল্যাণে...