স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনয়নের যোগ্যতার ক্ষেত্রে ৯ম গ্রেডের সরকারি কর্মকর্তাদের রেখে ৮ম ও ৯ম গ্রেডের প্রভাষকদের বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।শনিবার (২০ সেপ্টেম্বর) ইউটিএলের আহবায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি প্রকাশিত এক প্রজ্ঞাপনে স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনয়নের যোগ্যতার ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম গ্রেডের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু একই প্রজ্ঞাপনে শিক্ষকদের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে- ‘পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহযোগী অধ্যাপক বা অধ্যাপক’। এখানে ৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক এবং ৮ম/৯ম গ্রেডের প্রভাষকদের বাদ রাখা হয়েছে। অথচ কর্মকর্তাদের ক্ষেত্রে ৯ম গ্রেড পর্যন্ত অন্তর্ভুক্ত করা...