চাঁদপুরে কবরস্থ করার সময় জীবিত হওয়া নবজাতকের ঘটনায় জড়িত শহরের ইউনাইটেড হাসপাতালটি সিলগালা করেছেন সিভিল সার্জন। আজ শনিবার দুপুরে আদালতের পরামর্শে সিভিল সার্জনের নির্দেশক্রমে হাসপাতালটি সিলগালা করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সল। এর আগে, সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইউনাইটেড হাসপাতালে নবজাতকের পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের তথ্য-উপাত্ত। তারই সূত্র ধরে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ডা. মো. রফিকুল হাসান ফয়সল জানান, চাঁদপুর সদর মডেল থানায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কিশোরীর মাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কবরস্থানের...