চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর হলেন-আনোয়ার হোসেন (৬০) ও আমির হামজা (৪৫)। তারা উভয়েই উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বকসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে আনোয়ার ও আমির হামজা উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজের কাছে তাদের কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় প্রতিপক্ষের ৮-১০ জন লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে দুই ভাইকে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আনোয়ার...