বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাককে পেছন থেকে পাথরবোঝাই এক ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাথরবোঝাই ট্রাকের চালক মো. মিনহাজ (৩৫) ও তার সহকারী মো. ইমরান (২৮)। তারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের বাসিন্দা। চালক মিনহাজ ঘটনাস্থলে ও ইমরান গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, একটি আলুবোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা একটি...