২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত। শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছরে প্রাণ হারালেন এই গায়ক। তার আকস্মিক এই মৃত্যু ধাক্কা দিয়েছে কোটি ভক্তের হৃদয়ে। ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। উদ্বোধনী দিনের মঞ্চে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু পারফরম্যান্সের আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর মাত্র এক দিন আগে জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই...