আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। একের পর এক লিগে অংশ নিচ্ছেন তিনি। সিপিএলের পর সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। আর সেখানেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় এনে দিয়েছেন ৩৮ বর্ষী সাকিব । আটালান্টা ফায়ারের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নেয় মরিসভিল র্যাপ্টর্স। ব্যাটে নেমে আটালান্টার ১৮১ রানের জবাবে মরিসভিল ২০ ওভারে তুলতে পারে কেবল ৮৫ রান। তাতে সাকিবদের দল জয় পায় ৯৬ রানে। ক্যারিবিয়ান লিগে নিজের সেরাটা দিতে পারেননি সাকিব। সব মিলিয়ে ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট হাতে ২০ গড়ে ১৮০ রান করেছেন এই বাঁহাতি, ফিফটি একটি। বল হাতে ৮.৩০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। বোলিং কোটা পূরণ করেছেন কেবল দুই ম্যাচে। মাইনর লিগে সাকিবের শুরুটা হল পুরোনো...