২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম ভোলায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারন করছে, ছাত্র ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাসে থেকে রক্ষা করার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযান পরিচালনা, মাদক প্রবেশের রুট ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)। শনিবার ( ২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রতিষ্ঠা সভাপতি সোলায়মান মামুন,জেলা আহ্বায়ক শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরনবী হাওলাদার মনির, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক আবদুল গনি, আরিয়ান আরিফ সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন সুমন,মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রিপন সরকার...