২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেখায় মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে লাকী আক্তার (৩০) ও জুমা আক্তার (২৬) নামের দুই নারীকে আটক করে দুদক। লাকী আক্তার সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াস তালুকদারের স্ত্রী এবং জুমা আক্তার ইলিয়াসের ভাই সাইফুদ্দিন তালুকদারের স্ত্রী। তারা কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা। সূত্র জানায়, জাবেদের বিরুদ্ধে চলমান তদন্তে এর আগে আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেপ্তার...