ঢাকার ধামরাইয়ে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ এর ঘটনায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) দিনগত রাতে কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার (২০সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই আব্দুল আজিজ। গ্রেফতারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামের মোঃ আসন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার।আরও পড়ুনআরও পড়ুনভাঙ্গায় অবরোধের নামে তাণ্ডব, দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম ২০২০ সালে আমিনুল ইসলামের সাথে ব্যবসা শুরু করেন। এভাবে সাইফুল আমিনুলের কাছে ১৬লাখ পাওনা হয়। সেই টাকা দেয় দিচ্ছি বলে দিনের পর দিন ও মাসের পর...