আগামী ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও প্রায় বছরখানেক বাকি। তবে টুর্নামেন্টকে ঘিরে দর্শক-সমর্থকদের উন্মাদনা শুরু হয়ে গেছে এখনই। টিকিটের জন্য প্রথম ধাপের লটারিতে বিপুল আবেদন। ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম ধাপেই টিকিট কেনার জন্য আবেদন করেছে প্রায় ৪৫ লাখ মানুষ। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, টিকিট কেনার প্রথম প্রি-সেল ড্রতে আবেদনকারীদের বেশিরভাগই ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য সীমিত এই প্রিসেল সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবেদন সংখ্যা প্রকাশ করে সংস্থাটি। আয়োজক দেশগুলোর মধ্যে মেক্সিকো ও কানাডাও আবেদনকারীর দিক থেকে শীর্ষ তালিকায় ছিল। তবে দেশভিত্তিক সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি ফিফা। এই প্রি-সেল উইন্ডোতে কারা টিকিট কেনার সুযোগ পাবেন তা ২৯ সেপ্টেম্বর থেকে জানানো হবে। নির্বাচিতরা ১ অক্টোবর থেকে নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কিনতে পারবেন। আরো পড়ুন :এশিয়া...