বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এখন যারা পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে নির্বাচন) নিয়ে আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা দেশের অশুভ শক্তি। এরা অগণতান্ত্রিক শক্তি, যারা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। এদের সম্পর্কে পুরো জাতিকে সতর্ক থাকতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি না এই প্রশ্নটি কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা আমি বুঝি না। আমি মনে করি, এই মুহূর্তে নির্বাচন খুবই জরুরি। যখন ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কেউই জাতীয় সংসদ নির্বাচনে...