অপ্রয়োজনীয় মুখের অবাঞ্চিত লোম বা চুল তোলা কখনও কখনও বিরক্তিকর হয়ে যায়। সেলুনের ব্যস্ততা, ব্যথা কিংবা আবার চুল দ্রুত ফিরে আসার সমস্যায় অনেকেই ক্লান্ত। তবে প্রাচীন দেশি উপায়ে কিছু সাধারণ রান্নার উপাদান ব্যবহার করেই ঘরে বসে মুখের অপ্রয়োজনীয় চুল দূর করা সম্ভব। এ পদ্ধতিগুলো শুধু চুল ওঠায় সাহায্য করে না, সঙ্গে সঙ্গে ত্বককে মসৃণ, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখে। ১. আটা, হলুদ ও ঘিগমের আটা, হলুদ ও ঘি মিশিয়ে তৈরি পেস্ট প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। আটা ত্বক এক্সফোলিয়েট করে, হলুদ চুল ওঠাতে সাহায্য করে এবং ঘি ত্বককে পুষ্টি দেয়। সপ্তাহে দুইবার এ পেস্ট ব্যবহার করলে ফল অনেকাংশে সন্তোষজনক হয়। ২. বেসন ও গোলাপজলবেসন ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। গোলাপজল ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করলে এটি চুলের বৃদ্ধি...