গানের দল ‘সমগীত’তাদের নতুন গান ‘ধর্ম যার যার’ এর মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব করেছে। ঢাকার পান্থপথের দৃক পাঠভবনে শুক্রবার এই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈচিত্র্যময় সমাজে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠায়’ এই গান গুরুত্বপূর্ণ ‘ভূমিকা রাখতে পা’ বলে মনে করছে সমগীত। ‘ধর্ম যার যার’ গানটির মাধ্যমে তারা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সমতা, সহমর্মিতা ও মানবিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে চায়। গানটি সমগীতের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের কথা ও সুর করেছেন অমল আকাশ, সংগীত পরিকল্পনা করেছেন অর্ক সুমন, অমল আকাশ। শব্দ গ্রহণে আছে বাংলা ঢোল। গানটিতে কণ্ঠ দিয়েছেন অমল আকাশ, বীথি ঘোষ, রেবেকা নীলা, অর্ক সুমন। রিদম গিটারে আছেন অর্ক সুমন ও জয় দাস, ড্রামসে শরফুদ্দিন রাব্বি, বেস গিটারে ফাহিম,...