মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইছামতী নদীতে প্রায় দুই দশক বন্ধ থাকার পর ফের ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বলড়া ইউনিয়ন ও সদরের হাটিপাড়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা নদীতে কলা গাছ দিয়ে তৈরি ভেলার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহেশখালী, কোকরহাটি, কৌচা-বড়ইচরা ও জগ্নাথপুরবাসীর উদ্যোগে আয়োজিত বাইচ দেখতে নদী তীরে ভিড় করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা, মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার হাজার হাজার দর্শক। নবাবগঞ্জ থেকে ভেলা বাইচ দেখতে এসেছেন ইমন। তিনি বলেন, “এ নদীতে ভেলা বাইচ হচ্ছে, এক আত্মীয়ের কাছ থেকে জেনে আসছি। কলা গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভেলা বানানো হয়েছে। ভেলা বাইচ উপলক্ষে মেলাও বসেছে।” হরিরামপুরের কোকরহাটি গ্রামের নুরুল আমিন বলেন, “দীর্ঘদিন পর এ নদীতে ভেলা বাইচের আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর আনন্দের শেষ নেই।” অনুষ্ঠানের অতিথিদের মধ্যে...