শুক্রবার মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন। দুর্ঘটনার পর তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ওসি কামরুজ্জামান বলেন, “ধারণা করা হচ্ছে দীর্ঘদিন পরিস্কার না করার কারণে এসির ইনডোর বিস্ফোরণের ঘটনা ঘটে।” দগ্ধরা হলে বেসরকারি চাকুরিজীবী তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী তার স্ত্রী ইভা আকতার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তার স্ত্রীর ১৫ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ এবং তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ...