শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়েজিত ‘নাটোরে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় নাটোর সদর আসনের তৃনমূলের নেতাকর্মীদের সাথে দলকে গতিশীল করতে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলার নেতারা। দুলু বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের একমাত্র ব্যতিক্রমধর্মী জেলা হচ্ছে নাটোর। যে জেলায় এতো অত্যাচার করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজে এই আওয়ামী লীগকে পেট্রোনাইস করেছে যে নাটোরের বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই। এতো নিপীড়ন, নির্যাতন ও অত্যাচার এর মধ্যে দিয়ে নাটোরের বিএনপিকে আপনারা বুকে ধারণ করে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের...