প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তবে ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন, সেটি আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে। হানিয়া আমিরের সঙ্গে দেখা করার এই সুযোগ কীভাবে কাজে লাগাবেন ভক্তরা, তার নিয়মাবলি একটি ভিডিওতে জানিয়েছে সানসিল্ক। ভিডিওটি বানাতে প্রয়োজন তিনটি ধাপ। প্রথমত, সেরা কালো পোশাকটি বেছে নিতে হবে। দ্বিতীয়ত, সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে ঝলমলে উজ্জ্বলতা দিতে হবে। সাথে উজ্জ্বল গহনা, ব্যাগ আর জুতা বেছে নিতে হবে। তৃতীয়ত, এই সাজের একটি সুন্দর ভিডিও...