বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করে এখন বিএনপি করতে চান, তাদের না করব না। তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই অত্যাচার আপনারা করেছেন বিএনপি নেতাদের ওপর, তার জন্য আগে ক্ষমা চাইতে হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৩১ দফা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের যে মন বড়, আমরা যে মাফ করতে পারি, তার প্রমাণ আমাদের দিতে হবে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার চেষ্টা করছে, তাদের নিয়ে আপনারা হাসি-ঠাট্টা করে অনেক কিছু বলেন, হাইব্রিড বলেন। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব মাফ করা।...