পাকিস্তানি তারকা হানিয়া আমির শুধু অভিনয় দিয়েই নয়, নিজের স্বতঃস্ফূর্ততা আর প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়েও অসংখ্য ভক্তের মন জয় করেছেন। বাংলাদেশ সফরে এসে যেটা করছেন তা যেন আরও একবার প্রমাণ করে দিল, তারকা হয়েও তিনি কতটা সহজ-সরল এবং জীবনঘনিষ্ঠ। ঢাকার পথে-ঘাটে নেমে হানিয়া মজেছেন আমাদের অতি পরিচি ঝালমুড়ি আর ফুচকায়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে বেশিরভাগ সময়েই বিদেশি তারকাদের আমরা দেখি বিলাসবহুল রেস্তোরাঁ বা অভিজাত আয়োজনে ঘুরতে। কিন্তু হানিয়া আমিরের ব্যাপারটা ভিন্ন। তিনি যেমন সামাজিক মাধ্যমে নিজের খোলামেলা ভাবের জন্য পরিচিত, তেমনি ভ্রমণপিয়াসী মন নিয়েও দারুণ জনপ্রিয়। বাংলাদেশে এসে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার ইচ্ছেটা তিনি লুকোননি। পাকিস্তানের এই জনপ্রিয় অভিনেত্রীর ঝালমুড়ি আর ফুচকা খাওয়ার সঙ্গী ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান। মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর সরিষার তেলে মেশানো সেই অমোঘ ঝালমুড়ি-বাংলাদেশিদের...