মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি সেতুর পাশে পানি নিষ্কাশনের পথ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হরগজ বাজারের চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পূর্বের স্থানে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, হরগজ মোড় থেকে বাজার সড়কের বালুর চর এলাকায় অবস্থিত সেতুর উত্তরপাশে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পথ খোলা ছিল। কিন্তু ৫ আগস্টের পর হঠাৎ করে রাতের আঁধারে ওই নিষ্কাশন পথটি মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়অ ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান বলেন, নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় আমার জমির পানি বের হতে পারছে না। মাঠে পানি জমে ধান নষ্ট হয়ে গেছে। সামনে আসছে শীতকাল এখনই ব্যবস্থা না নিলে...