নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে প্রার্থীদের প্রচারণা ও ভিআইপি ব্যক্তিদের দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের আগ্রহ বেড়ে গেছে। হেলিকপ্টার এখন নির্বাচনী যাত্রায় অপরিহার্য বাহন হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এটি দূরবর্তী এলাকায় দ্রুত পৌঁছাতে এবং একাধিক কর্মসূচিতে কম সময়ে অংশ নিতে সুবিধা দেয়। নির্বাচনী ভ্রমণকে বিশেষভাবে সংবেদনশীল মনে করে অপারেটররা আগাম বুকিং দেওয়া গ্রাহকদের বেশি সুবিধা দেয়ার কথা জানাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি হেলিকপ্টার ব্যবহারের জন্য নতুন বিধিমালা ঘোষণা করেছে, যেখানে দলের সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের নেতাদের নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে হেলিকপ্টার থেকে লিফলেট বা প্রচারসামগ্রী বিতরণ, কিংবা ব্যানার ঝুলানো নিষেধাজ্ঞা রয়েছে। হেলিকপ্টার সেবা বাংলাদেশে ১৯৯৯ সালে প্রথম চালু হয় এবং বর্তমানে...