পুঁজিবাজারের তালিকাভুক্ত দুর্বল কোম্পানি শ্যামপুর সুগার মিলসের সম্পদমূল্য নেগেটিভ। কোম্পানিটি ডুবেছে লোকসানে। রিজার্ভও নেগেটিভ। তবুও কোম্পানির শেয়ার দর আকাশচুম্বী। গত ২০ কর্মদিবসে লাফিয়ে লাফিয়ে শেয়ারপ্রতি দর বেড়েছে ৫১ টাকা। শেয়ার দর এই ধরনের অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে রেগুলেটরদের দৃষ্টি দিতে বলছেন শেয়ার ধারণ করা বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্যামপুর সুগার মিলসের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২০৪ টাকা ৩০ পয়সায়। যেখানে গত ২১ আগস্ট কোম্পানিটির এই শেয়ারের দর ছিল ১৫৩ টাকা ৩০ পয়সা বা ৩৩ দশমিক ২৭ শতাংশ। মাত্র ২০ কার্যদিবসে এই শেয়ারের দর বেড়েছে ৩৩ টাকা ১০ পয়সা। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে ১০২ কোটি ১৫ লাখ টাকা। যেখানে গত ২১ আগস্ট এই মূলধন ছিল ৭৬ কোটি ৬৫ লাখ টাকা।...