বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-৯, অফিসার্স ক্লাব সংলগ্ন ২নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। খাল পরিষ্কার কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, আপনারা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি কেবল যুবসমাজ নয়, বরং স্বাস্থ্য, কৃষি, মুক্তিযোদ্ধা ও নারী উন্নয়ন— সবকিছুই তার ৩১ দফা কর্মসূচির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আজ দেশে লক্ষ লক্ষ যুবক বেকার। আমাদের এই খাল-খনন কর্মসূচিতেও যুবসমাজের বিশাল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সারা দেশে হাজার হাজার খাল, নালা ও ডোবা রয়েছে। যদি প্রতিদিন...