লালবাগ থানার অস্ত্র আইনের মামলায় বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় সাজা খাটা মুশফিক উদ্দীন টগরকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই মতিয়ার রহমান বুলবুল এ রিমান্ড আবেদন করেছেন বলে জানিয়েছেন। দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। র্যাব-৩ এর ডিএডি (কোম্পানি কমান্ডার) মো. খালেকুজ্জামান শুক্রবার বিকালে টগরের বিরুদ্ধে মামলা করেন। ঢাকার আজিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে টগরকে গ্রেপ্তারের করা পর র্যাব বলছে, সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন মানুষকে সরবরাহ করে আসছিলেন তিনি। বুয়েটের সনি হত্যা মামলায় সাজাভোগের পর তিনি ২০২০ সালের ২০ অগাস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান টগর। এরপর থেকে অস্ত্রের কারবার করে আসছিলেন বলে র্যাবের ভাষ্য। এখন তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়েছে,...