নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময়সীমা শেষ হতে এখনো এক মাসের কম সময় বাকি। কিন্তু এখনও হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি বাংলাদেশ সরকার। ফলে নিবন্ধনে তেমন সাড়া মিলছে না। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ২৭ জুলাই। কিন্তু দেড় মাস পার হলেও এখন পর্যন্ত মাত্র ১,০৮১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন—যার মধ্যে ৬৪১ জন সরকারি এবং ৪৪০ জন বেসরকারি ব্যবস্থাপনায়। ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান ভাড়া নির্ধারণ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চললেও এখনো যৌক্তিক ভাড়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। দরকষাকষি চলমান রয়েছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ...