বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যখন মাদক মামলায় গ্রেপ্তার হন, তখন তাঁর পরিবারের জন্য সবচেয়ে খারাপ সময় ছিল। শাহরুখ খান আরিয়ানের মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি আরিয়ানের পক্ষে মামলা লড়েন। তিনি সম্প্রতি বলেছিলেন যে শাহরুখ কীভাবে তাঁকে রাজি করান! এমনকি ইংল্যান্ড থেকে তাঁকে নিয়ে আসার জন্য একটি প্রাইভেট জেটের প্রস্তাবও দেওয়া হয়েছিল। মুকুল রোহতগি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখ কীভাবে তাঁকে এই মামলায় নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলাম। কোভিড চলছিল। আমি মি. খানের ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ফোন পেয়েছিলাম যে তিনি আমাকে বোম্বে হাইকোর্টের সেই কেসে নিযুক্ত করতে চান। আমি অস্বীকার করেছিলাম। বলেছিলাম যে, আমি আমার ছুটি নষ্ট করতে চাই না। এরপর খান আমার নম্বর পেয়ে...