জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। এ খবর ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। তবে তার স্বামী কে বা কেমন, তা দেখার আগ্রহ ছিল অনেকের। এবার সেই ছবি প্রকাশ পেয়েছে। অফ-হোয়াইট পোশাকে নবদম্পতি অসাধারণ আভিজাত্যপূর্ণ দেখাচ্ছিল। একটি পাঁচতারকা হোটেলে তারা তাদের বিয়ের ফটোসেশন করেন। বিয়ের দিন শবনম ফারিয়া পরেছিলেন অফ-হোয়াইট রঙের ভারী কাজ করা একটি শাড়ী। সঙ্গে ছিল সোনার গলাজোড়া গয়না। তার স্বামীও একই রঙের পাঞ্জাবি-পাজামা ও কোটি পরিহিত ছিলেন। দুজনের হাতেই শোভা পাচ্ছিল বাগদানের আংটি। অভিনেত্রী জানান, ঢাকার অদূরেই মাদানি অ্যাভিনিউতে অবস্থিত একটি মসজিদে তিনি ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় দুই পরিবারের কয়েকজন নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। ফারিয়া জানান, এটি ছিল একেবারেই হঠাৎ সিদ্ধান্ত। তাই খুব সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়ের পর মসজিদে...