ঢাকা: বাণিজ্য ও সামরিক চুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা করতে আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমরা তুরস্কের প্রেসিডেন্টের সাথে অনেক বাণিজ্য ও সামরিক চুক্তি নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বৃহৎ পরিসরে বোয়িং বিমান বিক্রয়, একটি এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ নিয়ে চলমান আলোচনা। আশা করছি, বিষয়গুলো ইতিবাচকভাবে শেষ হবে।”তুরস্ক ও এরদোয়ানের সাথে সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন, “এরদোয়ান ও আমার মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল। আমি ২৫ তারিখে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”তুরস্কের প্রেসিডেন্ট সর্বশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে গিয়েছিলেন। ২০১৭-২১ মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তাদের ঘনিষ্ঠ...