বেলকুচিতে গণমাধ্যম ও রাজনীতির অবদান জনসার্থে উন্নয়নের সাফল্য NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সিরাজগঞ্জ: সারাদেশের ন্যায় বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর সমাজব্যবস্থায় জনগণের প্রত্যাশার প্রতিফলন লক্ষণীয়, যা গণমাধ্যম ও রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সামাজিক অবদানে কতটুকু মূল্যায়িত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, তা বিস্তারিতভাবে গণমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। শুধুমাত্র এলাকার স্বচিত্রের দৃশ্যায়ন, উন্নয়ন ভাবনা, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া এবং পরিবেশসম্মত কর্ম কতটুকু জনমনে আস্থা অর্জন করেছে, তা কর্ম এবং তার প্রতিদান দেখলেই বোঝা যায়।বেলকুচি উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ বাণিজ্যিক এলাকায় স্থানীয় বাসিন্দা ছাড়াও হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা হতে এসে এ অঞ্চলে কর্মসংস্থান পেয়ে জীবন-জীবিকা চালাচ্ছে। এ তাঁতশিল্পের মাধ্যমে এ অঞ্চলটি আলাদাভাবে পরিচিতি লাভ করেছে সারাদেশে এবং বহির্বিশ্বে রয়েছে এই এলাকার উৎপাদিত পণ্যের সুনাম।কিন্তু অত্যন্ত অবহেলিত ও...