জয়পুরহাটের ক্ষেতলালে পূর্ব শত্রুতার জেরে নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শুক্রবার রাতে ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে এ ঘটনা ঘটে। তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি তাসনিয়া। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই একপর্যায়ে শুক্রবার রাতে প্রতিবেশীরা একরামুল ইসলামের গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়েছে।...