ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে। সভা-সমাবেশ, উঠান বৈঠক, পোস্টার আর বিলবোর্ডের মাধ্যমে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরছেন। এবার এ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে বদলে যাবে সব হিসাব-নিকাশ। জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস ইতোমধ্যে এ আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল ইসলাম রনি। আর খেলাফত মজলিসের প্রার্থী শহিদুল ইসলাম ফয়েজি। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে সবার আগে উচ্চারিত হচ্ছে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইফুর রহমান রানার নাম। তবে উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম রসুল রাজা, ড্যাব নেতা ডা. ইউনুছ আলী ও...