পোষ্যকোটা বাতিলের দাবিতে অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরইমধ্যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। আরও পড়ুন-‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়ালেন এজিএস প্রার্থীছুটির দিনেও জমজমাট রাকসুর প্রচারণা অসুস্থ শিক্ষার্থীর নাম রমজান উল মোবারক। তিনি রাবি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদল-শিবির। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর শুক্রবার বিকেল ৫টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি কাফনের কাপড় পড়ে আমরণ অনশনে বসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত...