এশিয়া কাপের গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ভারত জিতেছে ২১ রানে। তবে এই ম্যাচের জয়ের ম্যাচে একটা বিশাল শঙ্কায় পড়ে গেল দলটা। চোট পেয়েছেন দলটির অলরাউন্ডার অক্ষর প্যাটেল। যার ফলে পাকিস্তান ম্যাচে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। ওমানের বিপক্ষে ওই ম্যাচে মিড-অফ থেকে দৌড়ে এসে হাম্মাদ মির্জার ক্যাচ ধরতে গিয়েছিলেন তিনি। তবে তা করতে গিয়ে মাথা মাটিতে লেগে যায় তার। বলটি হাত ফসকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গেই অক্ষরকে অস্বস্তিতে দেখা যায় এবং তিনি মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ অবশ্য ভারতকে জানিয়েছেন স্বস্তির খবর। জানালেন অক্ষরের চোট গুরুতর নয়। তিনি বলেন, ‘এইমাত্র অক্ষরকে দেখলাম। এই মুহূর্তে ও ঠিক আছে বলেই মনে হচ্ছে। আপাতত এতটুকুই বলতে পারি।’ এই ম্যাচে প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ পান অক্ষর। তিনি ১৩...