গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দিতে কুমার নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতা ৬টি নৌকা অংশ নেয়। এর মধ্যে ‘যুব এক্সপ্রেস’ প্রথম হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কুমার নদের দুপাড়ে হাজারো নারী-পুরুষ ভিড় করেন। নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা, মোবাইল ফোনে নৌকাবাইচের দৃশ্য ধারণ করছিলেন। প্রতিযোগী নৌকাগুলো যখন তাদের বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে যাচ্ছিল, তখন নদীর দুই পাড় থেকে দর্শকরা করতালি দিয়ে ও উল্লাস করে তাদের উৎসাহ দিচ্ছিলেন। দুদিনব্যাপী এ প্রতিযোগিতার শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেলিমুজ্জামান বলেন, ‘আজকের এই নৌকাবাইচ প্রতিযোগিতা...