চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা শাহ নেওয়াজ লাভলোকে (৫৪) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। ২০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘাতক লাভলুকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ব্যবসায়ী শাহ আলম হত্যার ঘটনায় দায়ের করা মামলার সে প্রধান আসামি বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট...