এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে সাথিরা জাকির জেসিকে। এ দিন অবশ্য মাঠে নয়, তাকে দেখা যাবে চতুর্থ আম্পায়ার হিসেবে। তবে মাঠের আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার মিলিয়ে বিশ্বকাপের ৯টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে থাকছেন বাংলাদেশের এই আম্পায়ার। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ পরিচালনায় আম্পায়ার্স প্যানেলে থাকছেন সব নারী আম্পায়ার। সেই ইতিহাসের অংশ হচ্ছেন সাথিরা। বাংলাদেশের ক্রিকেটে এর মধ্যেই বেশ কিছু প্রথমের জন্ম হয়েছে সাথিরার হাত ধরে। সেই তালিকায় যুক্ত হচ্ছে এই বিশ্বকাপও। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হতে যাচ্ছেন তিনি। উদ্বোধনী ম্যাচের আগেই অবশ্য শুরু হয়ে যাবে সাথিরার বিশ্বকাপ। আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড ও ভারতীয় ‘এ’ দলের লড়াইয়ে থাকবেন তিনি মাঠের আম্পায়ার হিসেবে। এরপর ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার লড়াইয়ে তার...