গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত নতুন এই চালানে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি অ্যাটাক স্থলযান রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।আরো পড়ুন:এইচ-ওয়ান বি ভিসা ফি ১৫০০ থেকে এক লাখ ডলার করল ট্রাম্প প্রশাসনবিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের যৌথ অনুশীলন সমাপ্ত এইচ-ওয়ান বি ভিসা ফি ১৫০০ থেকে এক লাখ ডলার করল ট্রাম্প প্রশাসন বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের যৌথ অনুশীলন সমাপ্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে দেশটির সেনাবাহিনী সম্প্রতি গাজা সিটি দখলের অভিযান শুরু করেছে । প্রস্তাবিত এই নতুন মার্কিন সমরাস্ত্রগুলোর ব্যবহার এ অভিযানে হবে বলে ধারণা করা হচ্ছে।...