জার্মানির জার্সিতে সবশেষ দেখা গেছে তাকে ২০১৮ সালে। ক্লাব ক্যারিয়ারে সবশেষ খেলছিলেন অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিন্সে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল তার। তবে গত ১৯ অগাস্ট পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি শেষ হয়ে যায়। ঠিক এক মাস পর বিদায়ের ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী ডিফেন্ডার। পেশাদার ফুটবলে ১৮ বছরের ক্যারিয়ারে সাতটি ক্লাবে খেলেছেন বোয়াটেং। তবে ফুটবলবিশ্বে তার মূল পরিচয় বায়ার্নে বোয়াটেং হিসেবেই। ২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে জার্মানির সবচেয়ে বড় ক্লাবে যোগ দেন তিনি। এই ক্লাবে ১০ বছরে ৯টি বুন্ডেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ক্লাব বিশ্বকাপসহ ২২টি ট্রফি জয়ের স্বাদ পান তিনি। জার্মানির হয়ে খেলেছেন তিনি ৭৬ ম্যাচ। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই সেন্টারব্যাক। ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়া জার্মানি দলেও তিনি ছিলেন। ২০২১ সালে...