জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল আসন্ন নির্বাচনকে নস্যাৎ ও প্রলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, “ঐক্যমত কমিশনের বৈঠক চলাকালে অবস্থায় তারা আজকে রাজপথে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করা, পারলে নস্যাৎ করে দেওয়া। যাতে নির্বাচন না হয়… কারণ নির্বাচন যদি হয় তাদের কী পরিস্থিতি হবে আপনারা জানেন।” শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “আসলে পিআর নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয়। তারাও পিআর চায় কিনা সন্দেহ। যদি তারা চাইতোই, তাহলে আরো ছয় মাস আগে ৩০০ আসনে তারা...