বইটিতে তিনি লিখেছেন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই তিন জায়গা থেকে তিনটি তথ্য পেলাম প্রথম তথ্যটি পেলাম আমার এমন এক বন্ধুর কাছ থেকে, যিনি শেখ পরিবারের সদস্য। যখন আমি ইংল্যান্ডে বার অ্যাট ল পড়তে গিয়েছিলাম, তখন শেখ পরিবারের এই সদস্যও আমার সাথে বার অ্যাট ল পড়েন। ঘটনাক্রমে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন তিনি আমাকে খুব জরুরি ভিত্তিতে দেখা করতে বললেন। দেখা করতে যাওয়ার পর আমাকে নিয়ে গেলেন এক নিরিবিলি জায়গায়। তারপর বললেন, এমন কিছু লোকের মুখে তোমার নাম শুনতে পাচ্ছি, যাদের মুখে আমার নিজের নাম শুনলে ইমিডিয়েটলি দেশ থেকে পালিয়ে যেতাম। এ কথা বলেই তিনি আমার হাত ধরলেন; বললেন, এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু এতটুকু বলি, তুমি দ্রুত দেশ থেকে চলে যাও। এরপর আমাকে কিছু...