২০১৬ সালে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। ২০২২ সালে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও ২ উইকেটে হারে বাংলাদেশ। চলতি আসরের গ্রুপপর্বে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে হারিয়ে নানা সমীকরণে ভর করে শেষ পর্যন্ত সুপার ফোরে জায়গা করে নিয়েছে লিটন দাসরা। এশিয়া কাপের এই লড়ায়ে কারা জিতবে তা নিয়ে খেলা প্রেমীদের মাঝে পক্ষে বিপক্ষে চলছে চুল ছেরা বিশ্লেষন। আর সুপার ফোরের প্রথম ম্যাচেই আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজকের ম্যাচে গ্রুপপর্বের হার শোধ করার সুযোগ পাচ্ছে টাইগাররা। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। শ্রীলঙ্কা জয়ী হয়েছে ২ বার। বাংলাদেশ জিতেছে ১ বার। ২০১৬ সালে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। ২০২২ সালে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও ২ উইকেটে হারে বাংলাদেশ। চলতি আসরের...