ইসরায়েল যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্যের সবচেয়ে বড় গ্রহীতা। আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ পরিসরে ইসরায়েলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুনভাবে ৬৪০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করবে। এই চালানে থাকবে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ব্যয় হবে যন্ত্রাংশ ও গোলাবারুদে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই চুক্তি ট্রাম্প প্রশাসন এবং পেন্টাগনের একাধিক কর্মকর্তার মাধ্যমে চূড়ান্ত হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অস্ত্র ইসরাইলি সেনাবাহিনীর গাজা অভিযান এবং অন্যান্য সামরিক কার্যক্রমে ব্যবহৃত হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলি সেনারা গাজায় দীর্ঘমেয়াদি অভিযানে নেমেছে। দুই বছরের সংঘর্ষে গাজায় ৬৫ হাজারের বেশি...