গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে তীব্র আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এই অস্ত্র চালানে থাকবে হেলিকপ্টার, ট্যাংকসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রস্তাবিত চালানে থাকছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক।হেলিকপ্টারগুলোর মূল্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকগুলোর মূল্য ১৯০ কোটি ডলার। এছাড়া যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ বরাদ্দ রাখা হয়েছে আরো ৭০ কোটি ডলার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত অস্ত্রগুলো এ অভিযানে ব্যবহার করা হবে। আরো পড়ুন :কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে...