কায়রোর মিশরীয় জাদুঘর থেকে চুরি হওয়া তিন হাজার বছরের পুরোনো একটি স্বর্ণের ব্রেসলেট গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ১০০০ সালে ফারাও আমেনেমোপের আমলের এই ব্রেসলেটটি ৯ দিন আগে জাদুঘরের সিন্দুক থেকে চুরি করেন এক নারী পুনরুদ্ধার বিশেষজ্ঞ। পরে ওই নারী তার পরিচিত এক রুপার গহনার কারিগরের কাছে দেন। ওই কারিগর ৩ হাজার ৭৩৫ ডলারে ব্রেসলেটটি এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। তিনি পরে আরেক স্বর্ণের কারখানার শ্রমিকের কাছে ৪ হাজার ২৫ ডলারে বিক্রি করেন ব্রেসলেটটি। সেই শ্রমিক অবশেষে অন্যান্য গহনার সঙ্গে ব্রেসলেটটি গলিয়ে ফেলেন।এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তারা তাদের অপরাধ স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে ব্রেসলেট বিক্রি বাবদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।গত মঙ্গলবার মিশরের পর্যটন...