ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪৬ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় গাজায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৭৪ জনে। খবর আনাদোলুর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে আরও একজন নিহত হয়েছেন এবং ১৭ জনের বেশি আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের ২৭ মে থেকে এই ধরনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১৪ জন এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৪৩১ জনের বেশি। অপরদিকে অপুষ্টি ও অনাহারের কারণে গত ২৪ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে শিশুও...