প্রকল্পটির নাম কেন ‘চাবি’, জানতে চাইলে স্থপতি বলেন, ‘চাবি বললেই মনে হয় তালা-চাবি! কিন্তু এই শব্দের আরেকটি মানেও তো হয়, আমি যেন কোনো একটি জায়গায় গিয়ে কাউকে কিছু চাইতে বলছি। এই চাবি কথাটার মধ্যে আবার একটা অধিকারও আছে—চাবি তবে পাবি!’ যেখানে পদে পদে প্রশ্ন আসবে, যেখানে জানার ইচ্ছা থাকবে, তেমন কিছুই করতে চেয়েছিলেন স্থপতি নির্ঝর। আর তাঁর এই চাওয়ায় সায় দিয়েছিলেন মাহবুবুল–নাসিমা দম্পতি। পুরো বাড়িতে স্থায়ী বাসিন্দা মোট চারজন। মাহবুব-নাসিমা দম্পতি ও তাঁদের দুই ছেলে-মেয়ে। চারজনের হিসাবে বাড়িটা বেশ বড়। সে কারণে বাড়িটিকে এমনভাবে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যে চাইলেই এক বা একাধিক ভাগ বন্ধ করে রাখা যায়। তাই ঘরের একটি অংশ বাহির পরিসর, অন্যটি পারিবারিক পরিসর। দুই পরিসরের মাঝামাঝি একটি করিডর। আদতে যা সেতুর মতো কাজ করে। মূল...