গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচ শেষে দলের আনন্দে সামিল হতে পারেননি লঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। কেননা ম্যাচ শেষ হতেই তিনি জানতে পারেন তার বাবার মৃত্যসংবাদ। এবার বাবার মতোই ভেল্লালাগের পাশে থাকার আশ্বাস দিলেন জাতীয় দলের কোচ সনাথ জয়সুরিয়া। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে প্রথম তিন ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন ভেল্লালাগে। তবে শেষ ওভারেই ৫ ছক্কা হজম করে ৩২ রান দিয়েছেন তিনি। তাতেই বড় সংগ্রহ পায় আফগানরা। অবশ্য শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে শ্রীলঙ্কা। আজ বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে তারা। ভেল্লালাগেকে উদ্দেশ্য করে কোচ জয়সুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দুনিথ, তোমার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন, তিনি সত্যিই এমন একজন পুত্রকে গড়ে...