ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মনের বিভিন্ন সংশয়, অভিযোগ ও প্রশ্ন সুস্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশন তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নানান অসঙ্গতি সম্পর্কে প্রশাসনের নিকট জানতে চেয়েছেন। প্রশাসন বারংবার পাশ কাটিয়ে যাচ্ছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।ফেসবুকে হামিম লেখেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মনের বিভিন্ন সংশয়, অভিযোগ ও প্রশ্ন সুস্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশন তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিভিন্ন প্রার্থী ভোটার উপস্হিতি তালিকা, সিসিটিভি ফুটেজসহ, পুনঃগণনার আবেদন করেছেন। একইভাবে নানান অসঙ্গতি (ব্যালট গাউসুল আজমে অরক্ষিত ছাপাখানায় ছাপানো) সম্পর্কে প্রশাসনের নিকট জানতে চেয়েছেন।তিনি আরও বলেন, প্রশাসন বারংবার পাশ কাটিয়ে যাচ্ছে। প্রশাসনের গড়িমসির...